ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি কঠোর ভাষায় বলেছেন, জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি কিছুই মেনে নেবে না তেহরান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান কখনও কারও কাছে আত্মসমর্পণ করবে না।

বুধবার (১৮ জুন) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খোমেনি বলেন, “ইরানিরা হুমকির ভাষার জবাবে মাথা নত করে না। ইতিহাস এর প্রমাণ বহন করে।” তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বক্তব্যেরও উল্লেখ করেন।

খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেকোনো সামরিক হস্তক্ষেপ ইরানকে দমন করতে পারবে না, বরং এর ফলাফল হবে ভয়াবহ ও অপ্রতিরোধ্য।”

এই বক্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক ফের সংকটের মুখে।

এসএস//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews