জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভা ডেকেছে গণঅধিকার পরিষদ। আগামীকাল ২৭ জুন শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে (আইডিইবি) এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।



আজ ২৬ জুন বৃহস্পতিবার দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক বার্তা এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নির্ধারণে দল ও অঙ্গসংগঠনর নেতাদের নিয়ে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

এই বিশেষ বর্ধিত সভা ডাকার মূল উদ্দেশ্য তৃণমূলের নেতৃবৃন্দের নির্বাচন নিয়ে কি ভাবনা রয়েছে সেই বিষয়ে মতামত নেওয়া। তৃণমূলের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে গণঅধিকার পরিষদ স্থানীয় ও জাতীয় নির্বাচনের বিষয়ে।



একই সাথে আলোচনা হবে গণঅধিকার পরিষদ সামনে একক ভাবে নির্বাচন করবে নাকি জোটবন্ধ ভাবে নির্বাচন করবে। যদিও এর আগে ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্ততি নিয়ে তৃণমূলে নির্দেশনা দেওয়া হয়েছে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে জেলা পর্যায়ের নেতাকর্মীরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews