পুলিশ থ্রিলার অ্যাকশন ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর সাফল্যের পর কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হলো নতুন ছবি ‘মিশন এক্সট্রিম’। গেল মার্চ থেকে শুরু হওয়া কঠোর গোপনীয়তা রক্ষা করে বেশিরভাগ শুটিং শেষ করা হয়। এবার আসছে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করতে ‘মিশন এক্সট্রিম’- এর পয়লা দর্শন! 

যার ইংরেজি ট্যাগ লাইন ‘অ্যা ওয়ার এগেইনস্ট ইনভিজিবেল এনিমি’। ‘মিশন এক্সট্রিম’ চিত্রনাট্যের পাশাপাশি যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

চ্যানেল আই অনলাইনকে সানী সানোয়ার বলেন, বড় আয়োজনে ‘মিশন এক্সট্রিম’-এর ফার্স্ট লুক প্রকাশ করবো। সরকারী উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন। তাদের শিডিউল পেলেই ফার্স্ট লুক কবে আসবে সে তারিখটি জানাবো।

ইতোমধ্যে ফার্স্টলুক প্রস্তুত। অপেক্ষা করছি অতিথিদের জন্য। আশা করছি শিগগির সবকিছু চূড়ান্ত হবে।

মিশন এক্সট্রিম

তারকাবহুল এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুষমা সরকার, দীপু ইমাম, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, আরেফ, মনোজ, সুমিত, ইমরান, সুদীপ্ত, নাজমুস সাকিব প্রমুখ।

সানী সানোয়ার জানান, ‘মিশন এক্সট্রিম’-এর ৯০ শতাংশ শুটিং শেষ। ঢাকা, গাজীপুর, সাভার ছাড়াও দুবাইতে এর শুটিং হয়েছে। সর্বশেষ দুবাই থেকে ফিরে আরও দুদিন শুটিং হয়। বলেন, আগামী ডিসেম্বরে বাকি থাকা ১০ শতাংশ কাজ শেষ করবো। তার আগে নভেম্বরেই ডাবিং করবো। তিনি বলেন, আগামী বছরের শুরুর দিকে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির পরিকল্পনা আছে।

এরআগে ‘মিশন এক্সট্রিম’ প্রসঙ্গে আরিফিন শুভ জানিয়েছিলেন: নায়ক, নায়িকা, ভিলেনের ছবি নয় ‘মিশন এক্সট্রিম’। যেখানে প্রতিটি চরিত্র সমানভাবে গুরুত্বপূর্ণ। ছবিতে কোনো লিড ক্যারেক্টার নেই।

‘ঢাকা অ্যাটাক’ ছবির এই নায়ক বলেন, অনেকগুলো নতুন বিষয় ‘মিশন এক্সট্রিম’-এ আছে। আমি ব্যক্তিগতভাবে আগে এমন কাজ করিনি। এতো সংখ্যক লম্বা তালিকার জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ হয়নি। আমিসহ পুরো ইউনিট চেষ্টা করছে প্রত্যেকেই একেবারে সেরা যোগ্যতা দিয়ে কাজ করার জন্য।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews