বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে “আবহাওয়া-জলবায়ু পরিবর্তন ও করণীয়” শীর্ষক এক‌টি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বি‌কে‌লে উলিপুর প্রেস ক্লাবে এ সভা অ‌নু‌ষ্ঠিত হয়। সভায় পরিবেশ সচেতন শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও সূ‌ধিজন অংশ নেন।

সভায় কা‌লের কণ্ঠের আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি ও বসুন্ধরা শুভসং‌ঘের উলিপুর শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানুর সঞ্চালনায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন বসুন্ধরা শুভসং‌ঘের উলিপুর শাখার সা‌বেক উপ‌দেষ্টা বীর মু‌ক্তি‌যোদ্ধা গোলাম মোস্তফা।

উলিপুর প্রেস ক্লা‌বের সাধারণ সম্পাদক ও দৈ‌নিক যুগান্তরের উলিপুর প্রতি‌নি‌ধি উত্তম কুমার সেন লক্ষণ গু‌প্তের সভাপ‌তি‌ত্বে প্রধান আলোচক ছি‌লেন দি হাঙ্গার প্রজে‌ক্টের আঞ্চলিক সমন্বয়কারি রাজেশ দে।

এ সময় আরও বক্তব্য রা‌খেন উলিপুর প্রেস ক্লা‌বের সি‌নিয়র সাংবা‌দিক নুরবক্ত মিয়া, নুরুজ্জামান সরকার, বসুন্ধরা শুভসংঘ কু‌ড়িগ্রাম জেলা শাখার সদস্য রা‌শেদুল আনম অপু প্রমুখ।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে বীর মু‌ক্তি‌যোদ্ধা গোলাম মোস্তফা ব‌লেন, নদী মাতৃক জেলা কু‌ড়িগ্রা‌মে জলবায়ুর প‌রিব‌র্তন ঘ‌টে‌ছে। বর্ষা মৌসু‌মেও নদী গুলো‌তে পা‌নি নেই। জলবায়ু প‌রিবর্ত‌নের ফ‌লে জীববৈচিত্র হুম‌কির মু‌খে প‌ড়ে‌ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। প‌রিবেশ রক্ষায় নতুন প্রজন্ম‌কে স‌চেতন হ‌তে হ‌বে। এ জন্য তৃণমূল পর্যায়ে সচেতনতা ও কার্যকরী উদ্যোগ গ্রহণ করার দা‌বি ক‌রেন তি‌নি। 

সমাপ‌নী ব‌ক্ত‌ব্যে উলিপুর প্রেস ক্লা‌বের সাধারণ সম্পাদক উত্তম কুমার সেন লক্ষণ গুপ্ত ব‌লেন, বসুন্ধরা শুভসংঘ এক‌টি মান‌বিক ও সামা‌জিক সংগঠন। সংগঠন‌টি দীর্ঘ‌দিন ধ‌রে নানামুখী সামা‌জিক কাজ ক‌রে আস‌ছে। বসুন্ধরা শুভসংঘ দেশপ্রেম ও সমাজসেবায় অনন্য ভূমিকা রাখছে। তারা সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াচ্ছে, পরিবেশ রক্ষায় কাজ করছে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান, বৃক্ষরোপণ, রক্তদানের মতো মহৎ কাজগুলো তারা ক‌রে থাকেন। আমরা চাই দেশ ও জা‌তির কল্যাণে এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক সর্বত্র। তাদের এই পথচলা হোক দীর্ঘ ও সমৃদ্ধ।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন শিক্ষক কামাল হো‌সেন, শিক্ষার্থী মে‌হিদী হাসান, না‌ছিমা খাতুন, সাংবা‌দিক আবুল কালাম, শিমুল দেব, খা‌লেক পার‌ভেজ লালু, পল্লী চি‌কিৎসক সা‌হেব আলী প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews