তীর্থের কাকের মতো মাঝেমধ্যে পত্রিকায় খুঁজি জাতীয় ঐকমত্য কমিশনের প্ল্যাটফর্মে খোদ কৃষক উপকৃত হয়, এমন কোনো পদক্ষেপ নিয়ে কথা হলো কি না!

অভ্যুত্থানের কোনো শক্তি সেখানে আদৌ কখনো প্রশ্ন করেছে কৃষি বিষয়ে? শ্রমিকদের প্রধান চাওয়া জাতীয় ন্যূনতম মজুরি ঐকমত্য কমিশনের বাহাসের তালিকায় এল কি কখনো? কোটি কোটি শ্রমজীবীর জন্য এসব কি সবচেয়ে জরুরি সংস্কার প্রশ্ন ছিল না? 

অনেকগুলো বছর শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির চেয়ে কম হচ্ছে। বার্ষিক ইনক্রিমেন্ট যদি হয় সিঙ্গেল ডিজিটে এবং খাদ্যপণ্যের দাম যদি বাড়ে ডাবল ডিজিটে, তাহলে অর্থনীতির হিসাবে কোটি কোটি মজুরের ভোগ কমে যাচ্ছে।

১০-১৫ বছর যদি কারও প্রকৃত মজুরি এভাবে কমতে থাকে, তাহলে তাঁর রান্নাঘরের কী চেহারা হয়? লাখ লাখ শ্রমিককে দরিদ্র বানানোর এই কাঠামোগত ব্যবস্থা নতুন সরকার কি সামান্যও বদলাতে পেরেছে? শিক্ষার্থী-নেতারা কখনো এ রকম দাবিতে যমুনার সামনে দাঁড়িয়েছেন? 

ধনীদের ওপর কর বাড়িয়ে গরিবদের জন্য ফ্রি বাস সেবা ও কম দামে ফ্ল্যাট বানানোর প্রতিশ্রুতি দেখে নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানিকে নিয়ে ধন্য ধন্য করছি।

কিন্তু আমাদের শিক্ষার্থী নেতৃত্ব ও অভ্যুত্থানের সরকার এবারের বাজেটে সে রকম কিছু করতে কেন পারলেন না? যে শিক্ষার্থী নেতৃত্ব সরকারের উপদেষ্টা হলেন, অভ্যুত্থানের পর যাঁরা পরিচালক, মহাপরিচালক হয়ে দপ্তর-অধিদপ্তরের বস হয়ে বসলেন—সবাই আপনারা ছিলেন গণ–অভ্যুত্থানের মোহরপ্রাপ্ত।

ফেসবুকের লাইক-শেয়ারের প্রলোভন এড়িয়ে প্রান্তিক সমাজের জন্য কেন কিছু ডেলিভারি দিতে পারলেন না? আপনাদের হাতে প্রশাসন, পুলিশ এবং অভ্যুত্থানে নারীদের অচিন্তনীয় অংশগ্রহণের জ্যান্ত স্মৃতি থাকার পরও ১৬ মে নারীরা অধিকার চেয়ে মৈত্রী সমাবেশ করায় তাঁদের শুনতে হলো ‘বেশ্যার’ অপবাদ।

নারী কমিশনবিরোধী সমাবেশে ভাষণ দিয়ে এলেন দিনবদলের শপথে অঙ্গীকারবদ্ধ শিক্ষার্থী নেতৃত্বের প্রতিনিধিরাই। অনলাইনে লাঞ্ছনার হাত থেকে রেহাই পেলেন না উমামা, তাসনূভা, জারার মতো স্বৈরতন্ত্রবিরোধী সামনের সারির লড়াকু সংগঠকেরাও। মব-সহিংসতা আর বেনামি মামলায় গ্রাম-শহরজুড়ে এখন কেবল আতঙ্ক।

মব আর মামলা নতুন এক রাজনৈতিক–অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে নানা নবীন সিন্ডিকেটের। এভাবে ৩৬ জুলাইয়ের বিপ্লবী মুহূর্তটি ৩৬৫ দিন ধরে একটু একটু করে রক্তাক্ত হলো। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews