ঢাকা: রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে হতাশার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সংগঠক নাহিদ ইসলাম।  

বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ বলেন, ‘আজকের দিনটি হতাশার।



তিনি বলেন, শেখ হাসিনার আমলে আইন ও প্রতিষ্ঠান সংস্কারে যে সব দল দাবি তুলেছিল, তারা এখন বিরোধিতা করছে। কী কারণে বিরোধিতা করছে, জানা যায়নি।







যারা বিরোধিতা করেছে তারা যেন বিকল্প প্রস্তাব দেয়।

নাহিদ আক্ষেপ প্রকাশ করে বলেন, আজকের দিনটি হতাশার। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব।

টিএ/এমইউএম/এমজে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews