সাতক্ষীরা: ইন্টার্ন চিকিৎসকদের ধারাবাহিক আন্দোলনের পর অবশেষে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হলো জরুরি বিভাগ। ফলে সাতক্ষীরাবাসী যেমন জরুরি চিকিৎসাসেবা পাবে, তেমনি ব্যবহারিক শিক্ষা অর্জনে ইন্টার্ন চিকিৎসকদের বিদ্যমান সংকটও দূর হবে।

শনিবার (২৪ অক্টোবর) সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে জরুরি বিভাগ উদ্বোধন করেন।

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, হাসপাতালটির সহকারী পরিচালক ডা. কুদরত-ই-খুদা, জেলা বিএমএর সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা স্বাচিপ সভাপতি ডা. মোখলেছুর রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. রুহুল কুদ্দুসসহ হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ২০১১-১২ শিক্ষাবর্ষে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হলেও জরুরি বিভাগ না থাকায় সাতক্ষীরার মানুষ যেমন সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিল, তেমনি ব্যবহারিক শিক্ষা অর্জনে ব্যর্থ হচ্ছিল ইন্টার্ন চিকিৎসকরা। এরই পরিপ্রেক্ষিতে জরুরি বিভাগ চালুর দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা দীর্ঘ ৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
আরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews