পাকিস্তান ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দল। ২০১৭ সালে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় পাকিস্তান। তাদেরকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বললেন বাংলাদেশ দলের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন।

গতকাল মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৯.৩ ওভারে ১১০ রানে গুঁড়িয়ে দিয়ে ২৭ বল আগেই ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। 

টার্গেট তাড়ায় মাত্র ৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থায় তাওহিদ হৃদয়ের সঙ্গে ৬২ বলে ৭৩ রানের রেকর্ড জুটি গড়েন পারভেজ হোসেন ইমন। শুধু তাই নয়, ইনিংস ওপেন করতে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। দলকে জয় উপহার দিতে ৩৯ বলে তিন চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন ইমন।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে ইমন বলেন, ‘আমি আসলে বর্তমানে থাকার চেষ্টা করছি। আগেরটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে। আমার ফোকাস ছিল এই সিরিজে। নেক্সট বল কী হবে সেটাই ভেবেছি সবসময়। শেষ সিরিজ ভালো খেলে এসেছি শ্রীলঙ্কা থেকে। তাই সবাই অনেক আত্মবিশ্বাসী। চেষ্টা করছি এই আত্মবিশ্বাসটা ধরে রাখার।’

এক প্রশ্নের জবাবে ইমন বলেন, ‘অবশ্যই, আপনারা যদি বলেন ভালো (হাসি)। একজন না একজনকে খেলতেই হবে। টি-টোয়েন্টিতে যেদিন যে সেট হয় সে এমন ইনিংস খেলতে পারলে ভালো।’

ইমন আরও বলেন, ‘বড় জুটি গড়ার চেষ্টা করেছি। ইনটেন্ট ভালোই ছিল। ইনটেন্ট ভালো রেখে রিস্ক কম নিয়ে যত খেলা যায়। যখন ব্যাক টু ব্যাক উইকেট আসে (পড়ে), যেকোনো দল চাপে পড়ে যায়। আমাদের প্ল্যান থাকে ছোট ছোট জুটি গড়ার। ইনটেন্ট ঠিকই থাকবে, ছোট জুটি গড়ে ইনিংস তৈরি করার।’ 

পাকিস্তানি বোলারদের বিপক্ষে ব্যাটিং সহজ ছিল কি না এমন প্রশ্নে ইমনের জবাব, ‘ভালো করলে আসলে সবার কাছেই সহজ মনে হয় (হাসি)। ওরাও আন্তর্জাতিক ম্যাচ খেলতেছে। সবাই অভিজ্ঞ। এখানে অনেক অভিজ্ঞ বোলার আছে। ভালোই করছে তারাও। (পাকিস্তান সহজ প্রতিপক্ষ কি না) এটা আমি চিন্তা করি নাই কখনও।’ 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews