পবিত্র রমজানে ওমরাহ পালনে বিশেষ সওয়াব। এজন্য বছরের অন্যান্য মাসের তুলনায় রমজানে ওমরাহযাত্রীদের ভিড় তুলনামূলক বেশি থাকে। এ বছরও দেখা গেল তাই- চলতি রমজান মাসের প্রথমার্ধে ৮০ লাখের বেশি মুসল্লি ওমরাহ পালন করেছেন।

গত ২৫ মার্চ সৌদি গেজেট সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এ খবর নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদনে জানানো হয়, রমজান মাস শুরুর পর থেকে গত ১৫ দিনে ৮২ লাখ ৩৫ হাজার ৬৮০ জন মানুষ বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরব এসেছেন। এরই মধ্যে ৭২ লাখ ৫৯ হাজার ৫০৪ জন ওমরাহ সম্পন্ন করেছেন। বর্তমানে দেশটিতে ৯ লাখ ৭৬ হাজার ১৭৬ জন অবস্থান করছেন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, স্থলপথে সবচেয়ে বেশিসংখ্যক ওমরাহযাত্রী সৌদি আরব এসেছেন। এরপর যথাক্রমে আকাশপথ ও সমুদ্রপথে এসেছেন। স্থলপথে ৯ লাখ ৮০ হাজার ৫৫৬ জনের আগমন হয়েছে। আর আকাশপথে সাত লাখ ৯৮৩ জন এবং সমুদ্রপথে ৫৪ হাজার ১৪১ জন এসেছেন।

রমজান মাসে পবিত্র মসজিদুল হারামে ভিড় নিয়ন্ত্রণে এবং স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন নিশ্চিত করতে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব।

এরই মধ্যে পবিত্র কাবাঘর প্রাঙ্গণে নামাজ না পড়ে মসজিদে পড়তে বলা হয়। যেন ওই সময় ওমরাহযাত্রীরা তাওয়াফ করতে পারে। পাশাপাশি রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালনে বারণ করা হয়। এদিকে মক্কার বাসিন্দাদের মসজিদুল হারামে ভিড় না করে আশপাশের মসজিদে নামাজ পড়তে উৎসাহী করা হয়। মূলত তাদের হারাম সীমানার ভেতরে অন্য পাঁচটি মসজিদে নামাজ পড়তে বলা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করেছেন, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। আগামী হজ মৌসুম শুরুর আগেই দুই কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।

সূত্র : সৌদি গেজেট





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews