নিজেদের ১১৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানের নেতৃত্বে পরিচালিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের গোপন বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬। চলতি বছরের শেষের দিকে সংস্থাটির ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নেবেন ব্লেইজ মেট্রিয়েলি। বর্তমান প্রধান স্যার রিচার্ড মুরের স্থলাভিষিক্ত হবেন তিনি।

এমআই৬ সাধারণত বিদেশ থেকে তথ্য সংগ্রহ করে যুক্তরাজ্যের নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে কাজ করে থাকে। তাদের প্রধান লক্ষ্য হলো সন্ত্রাস প্রতিরোধ, শত্রু রাষ্ট্রের কার্যকলাপ প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তা জোরদার করা। এমআই৬ প্রধানকে সাধারণত ‘সি’ নামে ডাকা হয় এবং তিনিই এই সংস্থার একমাত্র প্রকাশ্য ব্যক্তি।

যুক্তরাজ্যের সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা গোয়েন্দা সংস্থাটির প্রধানের দায়িত্ব পাওয়ার পর ব্লেইজ মেট্রিয়েলি বলেন, এই সংস্থার নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেয়ে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। এমআই৫ ও জিসিএইচকিউয়ের সঙ্গে মিলে যুক্তরাজ্যের নাগরিকদের নিরাপদ রাখা ও আন্তর্জাতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমআই৬। আমি সংস্থাটির সাহসী কর্মকর্তা ও এজেন্টদের সঙ্গে কাজ করে যেতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

৪৭ বছর বয়সী ব্লেইজ এখন মহাপরিচালক বা ‘কিউ’ পদে আছেন। তিনি এমন গুরুত্বপূর্ণ প্রযুক্তির নেতৃত্ব দেন, যার মাধ্যমে এমআই৬ এজেন্টদের পরিচয় গোপন রাখা হয়। চীনের বায়োমেট্রিক নজরদারির মতো শত্রুপক্ষকে ফাঁকি দেওয়ার নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করে এই বিভাগ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews