স্টকহোমে ট্রাক হামলাকারী সন্ত্রাসীর বিচার শুরু
স্টকহোমে উজবেকের এক রাজনৈতিক আশ্রয় প্রার্থীর বিচার শুরু হয়েছে। ২০১৭ সালের এপ্রিল মাসে এক ট্রাক হামলার অভিযোগে মঙ্গলবার তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের এই বিচার প্রক্রিয়া শুরু হলে সে অপরাধের কথা স্বীকার করেছে। ওই হামলায় ৫ ব্যক্তি নিহত হন। খবর এএফপি’র।
অভিযুক্ত রাখমাত আকিলভকে যথাযথ নিরাপত্তার ভেতর দিয়ে স্টকহোমের আদালত কক্ষে হাজির করা হয়। তার পক্ষে উকিল নিযুক্ত থাকেন জন এরিকসন। আকিলভের সুইডিশ আশ্রয়ের আবেদন ২০১৬ সালে বাতিল করা হয়। কারণ সে আইএস এর সঙ্গে যুক্ত ছিল। তবে ইসলামী জিহাদি দল এ হামলার দায় স্বীকার করেনি।
২০১৭ সালের ৭ এপ্রিল শুক্রবার দুপুরে এক বিয়ার বোঝাই করা ট্রাক চুরি করে বেপরোয়াভাবে গতি পরিবর্তন করতে গেলে ট্রাকে বিস্ফোরণ ঘটে। ওই সময়ে ট্রাকের ধাক্কায় ৫ জনের মৃত্যু ও অপর আরো ১০ ব্যক্তি আহত হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু