প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ভারতের প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনাম সুবিধাজনক শুল্ককাঠামো পাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার ওপর পাল্টা শুল্কহার তুলনামূলক বেশি হওয়ায় তারা ভারতের চেয়ে অধিক চাপে রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার রপ্তানি হিস্যা দখল করতে পারেন ভারতের তৈরি পোশাক রপ্তানিকারকেরা।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার শীর্ষ পাঁচ রপ্তানি পণ্যের মধ্যে তৈরি পোশাক অন্যতম। যেমন—যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির প্রায় ৮৮ শতাংশ, কম্বোডিয়ার ৩১ শতাংশ ও ইন্দোনেশিয়ার ১৫ শতাংশ তৈরি পোশাক। এই দেশগুলো যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের মুখে পড়ায় ভারতের সামনে বাজারটিতে নিজেদের অবস্থান আরও মজবুত করার সুযোগ তৈরি হচ্ছে, এমনটাই উল্লেখ করা হয়েছে এসবিআইয়ের প্রতিবেদনে।