প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ভারতের প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনাম সুবিধাজনক শুল্ককাঠামো পাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার ওপর পাল্টা শুল্কহার তুলনামূলক বেশি হওয়ায় তারা ভারতের চেয়ে অধিক চাপে রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার রপ্তানি হিস্যা দখল করতে পারেন ভারতের তৈরি পোশাক রপ্তানিকারকেরা।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার শীর্ষ পাঁচ রপ্তানি পণ্যের মধ্যে তৈরি পোশাক অন্যতম। যেমন—যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির প্রায় ৮৮ শতাংশ, কম্বোডিয়ার ৩১ শতাংশ ও ইন্দোনেশিয়ার ১৫ শতাংশ তৈরি পোশাক। এই দেশগুলো যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের মুখে পড়ায় ভারতের সামনে বাজারটিতে নিজেদের অবস্থান আরও মজবুত করার সুযোগ তৈরি হচ্ছে, এমনটাই উল্লেখ করা হয়েছে এসবিআইয়ের প্রতিবেদনে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews