বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মুদ্রা পাচার ও

তথ্যপ্রযুক্তি আইনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে।

মঙ্গলবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন

মামলার তদন্ত সংস্থা সিআইডি কোনো প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ২০

অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান

চৌধুরী।

এ নিয়ে ওই প্রতিবেদন দাখিল ৩৭ বার পেছানো হলো বলে জানিয়েছেন

সংশ্নিষ্টরা। ২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ

দেন আদালত।

এর আগে ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক

থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ

ডলার চুরি হয়ে যায়।

ওই ঘটনায় ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ

ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন

হুদা। মামলাটিতে সরাসরি কাউকে আসামি করা হয়নি। মামলাটি তদন্ত করার জন্য

কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews