মঙ্গলবার বিকালে টেকনাফ স্থলবন্দরে এ অভিযান চালানো হয় বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।

আটকরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শরীফ আলমের ছেলে রবি আলম (১৯), টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হোছেনের ছেলে মোহাম্মদ সলিম ওরফে সাব্বির হোসেন (২৫) এবং মিয়ানমারের বাসিন্দা নুর আলমের ছেলে নুর হাছান (২৪)।

তাদের কাছ থেকে মিয়ানমারের ‘এমপিটি’ নামের মোবাইল ফোন অপারেটরের ২১০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।

ওসি প্রদীপ বলেন, বিকালে টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের চালু মোবাইল ফোন অপারেটরের কিছু সিম কার্ড পাচার হয়ে আসার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তিনজন সন্দেহজনক লোককে দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।

“পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছে থেকে ছোট একটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা খুলে মিয়ানমারে চালু ‘এমপিটি’ মোবাইল ফোন অপারেটরের ২১০টি সিম কার্ড পাওয়া যায়।”

ওসি বলেন, “আটক তিনজনের মধ্যে দুইজন উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং অন্যজন মিয়ানমার থেকে সম্প্রতি বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি প্রদীপ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews