আয়ারল্যান্ড সিরিজ শেষে খানিকটা ফাঁকা সময় পাচ্ছে বাংলাদেশ দল। বিপিএল মাঠে গড়ানোর এখনো সপ্তাহ তিনেক বাকি। সময়টা কাজে লাগাতে ভালো উপলক্ষ পেয়েছেন মুমিনুল হক, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের। তার আগে বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন এই তিনজন। ইতোমধ্যে মিলেছে বিসিবির অনাপত্তিপত্রও। ফলে তারা সুযোগ পাচ্ছেন খেলার মধ্যে থাকার।

দুই তারকা পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ আরব আমিরাতের আইএলটি-২০ টুর্নামেন্টে অংশ নেবেন। যেখানে তাসকিন খেলবেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ও দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজ।

মোস্তাফিজ আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন। অন্যদিকে টি-টেন লিগে খেলায় তাসকিন আগে থেকেই আরব আমিরাতে রয়েছেন।

বিসিবি এই দুই পেসারকে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি দেয়া হয়েছে, যাতে বিপিএল শুরু হওয়ার আগেই তারা দেশে ফিরতে পারেন। অন্যদিকে মুমিনুল খেলবেন অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেট টুর্নামেন্টে নিউ সাউথ ওয়েলসের হয়ে।

অন্যদিকে লেগ-স্পিনার রিশাদ হোসেনকে বিগ ব্যাশের জন্য ছেড়ে দিয়েছে বিসিবি। তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) টি-টোয়েন্টিতে হোবার্ট হারিকেনসের হয়ে পুরো মৌসুমে খেলার জন্য আগেই অনাপত্তিপত্র পেয়েছেন। ফলে বিপিএলে দেখা যাবে না তাকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews