ফক্সকন অন্যতম বড় গ্রাহক হচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। মার্কিন প্রতিষ্ঠানটির আইফোনের যন্ত্রাংশ সমন্বয় করে থাকে ফক্সকন।

সামনের বছর থেকে আইফোন ব্যবসায়ে ছয়শ’ কোটি ইউয়ান খরচ কমানো হবে বলে আশা করা হচ্ছে। সেইসঙ্গে ফক্সকন অকারিগরি খাত থেকে ১০ শতাংশ খরচ কমানোর পরিকল্পনা করছে।

চলতি মাসের শুরুতে জাপানি দৈনিক নিক্কেইয়ের প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ফক্সকন ও এর প্রতিদ্বন্দ্বী পেগাট্রনকে আইফোন Xআর এর উৎপাদন লাইন বাড়ানোর পরিকল্পনা থামাতে বলেছে।

গেল সপ্তাহে ফক্সকন তাদের প্রতিবেদনে প্রান্তিক লাভে প্রত্যাশার চেয়ে কম বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে।

খরচ কমানোর বিষয়ে জানতে চেয়ে রয়টার্স-এর পক্ষ থেকে অনুরোধ করা হলেও ফক্সকন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews