বিয়ের পর ২৭ বছর ধরে ব্রিটেনে থাকছেন তিনি। অথচ হঠাৎ করেই বলা নেই কওয়া নেই তাকে সেখান থেকে তার দেশে পাঠিয়ে দেয়া হয়। ইরিন ক্লেন্নেল নামে সিঙ্গাপুরের এক নারী এক ব্রিটিশকে বিয়ে করার পর প্রায় তিন দশক ধরে স্বামীর সঙ্গেই ব্রিটেনে থাকছিলেন। কিন্তু হঠাৎ করেই কর্তৃপক্ষ তাকে সিঙ্গাপুরে ফেরত পাঠালো। খবর বিবিসির।

তাকে একটি স্কটিশ বন্দিশালায় রাখা হয়। তাকে আগে থেকে কোনো সতর্কতা প্রদান না করে হুট করেই দেশে পাঠিয়ে দেয়া হয়।

ডারহাম শহরের কাছাকাছি এলাকায় স্বামী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন ক্লেন্নেল। তার দুই ছেলেই ব্রিটেনের নাগরিক। কি কারণে তাকে এভাবে দেশে ফেরত পাঠানো হলো সে বিষয়ে স্বরাষ্ট্র ভবনের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি।  

ক্লেন্নেল বিবিসিকে জানিয়েছেন, শনিবার দক্ষিণ লানার্কসায়ারের ডুনগাভেল বন্দিশালা থেকে একটি ভ্যানে করে তাকে বিমানবন্দরে নেয়া হয়। তিনি তার আইনজীবির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি। এমনকি তিনি তার বাড়ি থেকে প্রয়োজনীয় কাপড়-চোপড়ও নিতে পারেননি।

টিটিএন/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews