প্রতিযোগিতার নিয়ম ভাঙার জন্য গুগলকে ৫ বিলিয়ন ডলার জরিমানা

অবৈধভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে নিজেদের সার্চ ইঞ্জিন বুস্ট করার অপরাধে গুগলের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে।
বুধবার এ জরিমানা করা হয়। এ খবর জানিয়েছে রয়টার্স।

ইউরোপীয়ান ইউনিয়নে 'ব্যবসায়িক বিশ্বাসঘাতকতার ইতিহাসে' এটিকে সর্বোচ্চ অংকের সাজা বলে ঘোষণা করা হয়েছে। এদিকে গুগল জানিয়েছে তারা এ জরিমানার বিরুদ্ধে আপিল করবে।

ইইউ কমিশনার মার্গারেট ভেস্টাগার বেলজিয়ামের ব্রাসেলস এ সংবাদ সম্মেলন বলেন, 'গুগল তার আধিপত্য বিস্তারের জন্যে অ্যান্ড্রয়েডকে ব্যাবহার করছে। এটি গুগলের জন্যে খুবই অপমানজনক ।'

এ প্রসঙ্গে গুগল বলে, সকলের চাহিদা বিবেচনা করে অ্যান্ড্রয়েড কাজ করেছে। প্রতিযোগিতার বাজারে অনেক নতুন কিছুই উদ্ভাবন করতে হয়।'

ভেস্টাগার আরও বলেন, 'যা হয়েছে তার জন্যে আমি কিছু মনে করিনি। আইনকে মেনেই আমাদের চলতে হয়। এটি কোন রকম রাজনৈতিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় এবং তিনি রাজ্যের মার্কিন কোম্পানিগুলীর বিরুদ্ধে ট্যাক্স খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।'

ইইউ গুগলকে ৯০ দিনের সময় দিয়েছে তাদের ভুল শুধরানোর জন্য। এর মধ্যে তারা তাদের 'অসাধু উপায়' থেকে বের হয়ে না এলে জরিমানা হিসেবে প্রতিদিন ৫ শতাংশ করে জরিমানার পরিমাণ বাড়বে।

ইত্তেফাক/জিআরএস/নূহু



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews