প্রথম আলো :
তানিম নূর : জাহিদ ভাই আমাকে বারবার ইমোশনাল করেছেন। জাহিদ ভাইয়ের সঙ্গে তাঁর মেয়ের চরিত্রে সুনেরাহর সঙ্গে একটি দৃশ্য ছিল, সেটির কথা বলতে চাই। দৃশ্যটি নিয়ে আমাদের সবার আলাদা প্রস্তুতি ছিল। জাহিদ ভাই, সুনেরাহ আলাদা প্রস্তুতি নিয়ে এসেছিলেন। রিহার্সাল করেছিলাম। এটা ছিল সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দৃশ্য। সেখানে একটি ডায়ালগ ছিল, ‘মা, আমি যদি জমিদার হতাম, আমার সবকিছু তোমাকে দিয়ে দিতাম।’ শুটিংয়ের বহু আগে থেকে জাহিদ ভাইকে বলেছি, এটা আমাদের সিনেমার গুরুত্বপূর্ণ একটি সংলাপ ও মুহূর্ত। জাহিদ ভাই বেশ আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। পরে শুটিংয়ের সময় আমার এতটা ভালো লেগেছিল যে আমি নিজেই দৃশ্যের সঙ্গে অ্যাটাচড হয়ে গিয়েছিলাম। আমি শতবার চিত্রনাট্য পড়েছি, তারপরও শুটিংয়ের সময় দৃশ্যটি আমাকে ইমোশনাল করে দেয়।