অবৈধ লেনদেনের অপরাধে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ওয়ালেটমিক্স লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ওয়ালেটমিক্স অবৈধ লেনদেন করেছে; যার অনুমোদন ছিল না। এ কারণে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে ওয়ালেটমিক্সের সঙ্গে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ কোনো প্রতিষ্ঠান লেনদেন করতে পারবে না।

লাইসেন্স বাতিলের নির্দেশনাটি কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ পেমেন্ট সিস্টেমস রেগুলেশেনসের ক্ষমতাবলে এবং ওয়ালেটমিক্স লিমিটেডকে দেওয়া লাইসেন্সের শর্ত মোতাবেক গ্রাহক স্বার্থ রক্ষায় ওয়ালেটমিক্সের  পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স বাতিল করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews