করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। প্রতিদিন মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এবার প্রাণঘাতি করোনা থাবা বসালো সিংহের শরীরেও।

ভারতীয় গণমাধ্যম বলছে, দেশটির হায়দরাবাদের নেহেরু জুওলজিকাল পার্কে মোট ৮ টি এশিয়াটিক সিংহ করোনা আক্রান্ত হয়েছে। মানুষ ছাড়াও পশুর মধ্যে করোনার সংক্রমণ হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সংশ্লিষ্টদের।

ভারতে পশুতে করোনা আক্রান্তের খবর এবারই প্রথম। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, বেশকিছু দিন ধরেই ৮ টি সিংহের শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এরপরই সিংহগুলির করোনা পরীক্ষা করা হয়।

এরপর গত ৩০ এপ্রিল সেই পরীক্ষার রিপোর্টে সিংহদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, পশুতে করোনা সংক্রমিত হলে সেটি ভারতের জন্য অশনি সংকেত।

নেহেরু জুওলজিকাল পার্কের পশু চিকিৎসক ডঃ কুক্রেটি গণমাধ্যমকে বলেন, সিংহগুলির আরটি-পিসিআর টেস্টে কোভিড পজিটিভ ফলাফল এসেছে। আপাততো এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে সিংহগুলির শারীরিক অবস্থা ভালো। বর্তমানে তাদের পর্যবেক্ষনের জন্য আলাদা রাখা হয়েছে।

কীভাবে পশুদের শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লো সেই বিষয়ে এখনো কিছু জানায়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, পার্কের দর্শনার্থী বা পশুদের দেখভালের দায়িত্বে থাকা কারও শরীর থেকে সিংহগুলো সংক্রমিত হয়েছে। এরপরই ২ এপ্রিল থেকে পার্কের দরজা জনসাধারণের জন্য অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে। এদিকে চিড়িয়াখানার দায়িত্বে থাকা ২৫ জন কর্মীর শরীরে করোনার উপস্থিতি মিলেছে।

তবে পশুতে করোনা সংক্রমিত হওয়ার ঘটনা ভারতে প্রথমবারের মত হলেও গত বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রোনক্স চিড়িয়াখানার মোট ৮ টি বাঘিনী ও সিংহের শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews