হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গ্রেফতারের পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ। তিনি উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বানিয়াচংয়ে গত ৫ আগস্ট সংঘটিত নয় হত্যার ঘটনায় করা মামলার আসামি।

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামে এ ঘটনা ঘটে। তাকে পুনরায় গ্রেফতার করতে বাগাহাতা গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ নয় মার্ডার মামলার আসামি। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তার কিছু লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় সে কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন নয়জন। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ। উল্লিখিত সময়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নৌকাযোগে থানার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে আব্দুল মজিদ হ্যান্ডকাফসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা সেখানে পৌঁছে মজিদকে ধরতে অভিযান চালাচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews