মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের আষাঢ়ে গল্প ফেঁদেছেন প্রিয়া সাহা নামে এক নারী। তার আবিষ্কার, বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ছিনিয়ে নেওয়া হয়েছে জমি। তবু তিনি আইনের সুরক্ষা পাননি। ট্রাম্পের কাছে প্রিয়া সাহার ওই অভিযোগ পেশ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। ভিডিওতে দেখা যায়, গত বুধবার ধর্মের নামে নিপীড়িত হওয়া বিভিন্ন দেশের ব্যক্তিদের সঙ্গে নিজের ওভাল অফিসে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সেখানে এক নারী নিজেকে বাংলাদেশি পরিচয় দেন। ট্রাম্পকে বলেন, স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। এ দেশে প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশেই থাকতে চাই। এ সময় ডোনাল্ড ট্রাম্প প্রিয়া সাহা নামের ওই নারীর দিকে হাত বাড়িয়ে দেন। ট্রাম্পের হাতে হাত রেখে তিনি বলেন, এখনো বাংলাদেশে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। সেখানে আমি আমার ঘরবাড়ি হারিয়েছি। তারা আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার জমিজমাও দখল করে নিয়েছে। কিন্তু এর কোনো বিচার হয়নি। ওই নারীর বক্তব্যের পর ট্রাম্প বলেন, কারা জমি দখল করেছে, কারা ঘরবাড়ি দখল করেছে? তখন একটু ভেবে ওই নারী বলেন, মুসলিম মৌলবাদী সংগঠন। তারা সব সময় রাজনৈতিক আশ্রয় পায়। সব সময়। বাংলাদেশ প্রতিদিনের এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়া সাহার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। তার স্বামী দুদকের একজন উপপরিচালক। সামাজিক প্রচারমাধ্যমে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে প্রিয়া সাহার বিরুদ্ধে। কয়েক বছর আগে জমিসংক্রান্ত বিরোধে তিনি এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তার বাড়ি ভাঙচুরের অভিযোগ করেন। মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় লাভের সুবিধা পেতে তিনি আষাঢ়ে গল্পের অবতারণা করেছেন। তবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইতিমধ্যে সাফ সাফ বলেছেন, ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগটি সত্য নয়। রাজধানীতে এক বৌদ্ধবিহার পরিদর্শনে এসে তিনি বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রশংসা পাওয়ার যোগ্য। ট্রাম্পের কাছে মতলববাজি হাসিলের উদ্দেশ্যে আষাঢ়ে গল্প ফেঁদেও যে কাজ হয়নি, এটিই তারই প্রমাণ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews