বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ২০২৪ এর বিপ্লবের পর প্রমাণ হয়েছে এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় কোনো রাজনৈতিক দল বা নেতার প্রয়োজন নেই। কারণ যুবসমাজ এদেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।  

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগর উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের রাষ্ট্রক্ষমতায় যারা এসেছে তারা উন্নয়নের নামে এদেশের মানুষকে বোকা বানিয়েছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের মেহনতি মানুষের অর্থ লোপাট করা হয়েছে। তাই খেলাফত মজলিস পণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যেখানে মুসলিম- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান প্রত্যেকের অধিকার নিশ্চিত করে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের বাংলাদেশ গড়া হবে। সেই লক্ষ্য নিয়ে খেলাফত মজলিস এগিয়ে যাচ্ছে। সেইসঙ্গে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় অংশীদার হবে খেলাফত মজলিস। 

সভায় নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের প্রার্থী হিসেবে আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে আহমদ আলীর নাম ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews