কারওয়ান বাজারের একটি ভবনের নাম তাজ ম্যানশন। ভবনের ঠিকানা ২৮, কারওয়ান বাজার, ঢাকা। চারতলা এই ভবন বেশ পুরোনো ও জরাজীর্ণ। প্রতিটি তলা স্যাঁতসেঁতে, আলো কম। অথচ এ ঠিকানা ব্যবহার করে বিভিন্ন সময় ৫৮০টি কোম্পানি নিবন্ধন নেওয়া হয়েছে। সব কোম্পানির প্রধান কার্যালয়ও এ ভবনে থাকার কথা। বাস্তবে এ ভবনে এসব কোম্পানির অস্তিত্ব নেই।

সরেজমিনে দেখা গেল, ভবনটির নিচতলায় আছে এ বি টিম্বার্স, শ্যামলী কাঠঘর, সনজিতা টিম্বার ট্রেডার্সসহ বেশ কয়েকটি কাঠের ব্যবসায়ীর কার্যালয়। ছোট ছোট কক্ষ একেকটি প্রতিষ্ঠানের কার্যালয়। এ ছাড়া ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি ওয়ার্কশপ আছে। সেখানে ঢুঁ মারতেই দেখা গেল, লেদ মেশিনে গাড়ির কলকবজা নিয়ে কাজ চলছে। আর দোতলাটি কাঠের গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews