‘কথার কথা’ বলে একটি বিষয় আছে রাজনীতিতে। এটি অনেকটা এ রকম—বলতে হয়, তাই বলা। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতির বিষয়ে সরকারের মন্ত্রীরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে এখন যা বলছেন সেসব ‘কথার কথা’ কি না, সে প্রশ্ন উঠেছে।
এর কারণ সরকারি নথি অনুযায়ী, বেনজীর আহমেদ এখনো দেশের ‘শ্রেষ্ঠ সৎ’ মানুষদের একজন। পুলিশের মহাপরিদর্শক থাকা অবস্থায় মূলত নীতি–নৈতিকতা ও সততার জন্য সরকার তাঁকে ‘শুদ্ধাচার পুরস্কার’ দিয়েছিল।