রোমা থেকে লিভারপুলে পা রেখেই দুর্দান্ত পারফর্ম করেন মোহামেদ সালাহ। মিসরীয় ফরোয়ার্ড ক্লাবটির সঙ্গে গত বছর লম্বা সময়ের জন্য নতুন চুক্তি করেন। ইতিহাদ স্টেডিয়ামে পার হয়ে গেল দুই বছরেরও বেশি সময়। এখনই নতুন কোনো চ্যালেঞ্জ নেয়ার দরকার মনে করছেন না তিনি, কারণ সুখেই আছেন লিভারপুলে।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে এসে গোলের রেকর্ড ভেঙেছেন সালাহ। প্রথম মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় করেন ৪৪ গোল। কিন্তু গতবার গোলপোস্টের সামনে খুব একটা জ্বলে উঠতে পারেননি। তারপরও লিভারপুলকে রানার্সআপ করানোর পথে জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট।

প্রিমিয়ার লিগে অভিষেকেই রেকর্ড ৩২ গোল করেন সালাহ। চ্যাম্পিয়ন্স লিগেও করেন ১১ গোল, দল ফাইনালে উঠলেও হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। আর গত মৌসুমে লিগে করেন ২২ গোল। মাত্র এক পয়েন্টের জন্য লিগ চ্যাম্পিয়ন হতে না পারলেও ইউরোপের দুটি সেরা ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ ও সুপার কাপ জিতেছেন।

প্রিমিয়ার লিগে অভিষেকেই রেকর্ড ৩২ গোল করেন সালাহ। চ্যাম্পিয়ন্স লিগেও করেন ১১ গোল, দল ফাইনালে উঠলেও হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। আর গত মৌসুমে লিগে করেন ২২ গোল। মাত্র এক পয়েন্টের জন্য লিগ চ্যাম্পিয়ন হতে না পারলেও ইউরোপের দুটি সেরা ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ ও সুপার কাপ জিতেছেন।

শীর্ষ দুটি সাফল্য পাওয়ার পরও লিভারপুলের জার্সিতে কমেনি সালাহর ক্ষুধা। নতুন কোনো ক্লাবের সঙ্গে নতুন চ্যালেঞ্জের পরিকল্পনা শিগগিরই নিচ্ছেন না ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।

সিএনএন’কে সালাহ বলেছেন, ‘আমি লিভারপুলে সুখে আছি। এই শহরে এসে আমি সুখী- আমি ভক্তদের ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। এই ক্লাবে আমি সুখী।’

নতুন মৌসুমের শুরুতেই উয়েফা সুপার কাপের পদক গলায় ঝুলিয়েছেন। সামনে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মনে করেন সালাহ। প্রিমিয়ার লিগে প্রথমবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ব্যবহার নিয়েও কথা বলেছেন তিনি। এই প্রযুক্তির ভক্ত নন বলে জানালেন সালাহ, ‘আমি এটাকে পছন্দ করি না, এটাই আমার সব সময়ের উত্তর। আমি ফুটবলকে যেভাবে ভালোবাসি, সেটা হল- রেফারির ভুল থাকবে, মাঝেমধ্যে খেলোয়াড়দের আগ্রাসী ভাবও। এসবই তো ফুটবলকে আরও রোমাঞ্চকর করে তোলে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews