ইরানের সঙ্গে সংঘাত চলাকালে বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল।  

ইসরায়েলের স্থানীয় দৈনিক ইয়েদিওথ অহরনথের বরাতে সোমবার (১৬ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।



সংবাদমাধ্যমটি বলছে, ইরান যেকোনও সময় যেকোনও জায়গায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে— এমন আশঙ্কায় ইসরায়েল বিশ্বের কয়েকটি দেশে তাদের দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, ইরান যেভাবে হামলার হুমকি দিয়েছে, তাতে করে ইসরায়েলি কূটনীতিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।







তাই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, ইসরায়েল বিশ্বজুড়ে তার দূতাবাস বন্ধ করে দিচ্ছে বলে শুক্রবার এই দূতাবাসের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছিল এবং নাগরিকদের সতর্ক থাকার এবং জনসাধারণের স্থানে ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করার আহ্বান জানানো হয়।

দূতাবাসগুলি কতদিন বন্ধ থাকবে তার কোনো সময়সীমা দেওয়া হয়নি সেই বিবৃতিতে।  

রয়টার্স জানিয়েছে, বার্লিনে দূতাবাসে ফোন করা বিষয়টি জানতে চাইলে কোনো বিস্তারিত তথ্য মেলেনি এবং ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এদিকে হামলা-পাল্টা হামলার তিন দিন পেরিয়ে গেলেও দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। হামলা না থামালে ইসরায়েলকে ‘আরও কঠোর জবাব’ দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়াম। অন্যদিকে, ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

এদিকে জানা গেছে, চলমান হামলার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনায় আগ্রহী নয় ইরান। বার্তা সংস্থা রয়টার্সকে এ বিষয়ে সংশ্লিষ্ট এক ইরানি কর্মকর্তা জানান, ইরান কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের জানিয়েছে, ইসরায়েলের আগাম হামলার যথাযথ জবাব না দেওয়া পর্যন্ত তারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ আলোচনায় যাবে না।

রোববার সারা দিন ছিল ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার খবর। ইসরায়েলি হামলায় ইরানের আইন মন্ত্রণালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  

এর আগে শনিবার রাতভর ইরানের হামলায় ইসরায়েলে অন্তত দশ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ইসরায়েলি হামলায় ৩০ জন সেনা সদস্যসহ মোট ৩১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসএএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews