দেশের প্রথম বেসরকারি ডিজিটাল টিভি চ্যানেল ‘চ্যানেল আই’ আজ ২৪ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচারের আয়োজন করা হয়েছে। সকাল ১১:০৫ মিনিট থেকে দিনব্যাপী প্রচার হবে আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চুর পরিচালনায় চ্যানেল আই চেতনা চত্বর থেকে উৎসব উদযাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘চ্যানেল আই ২৪ এবার আসছে ২৫’। দুপুর ২:৪০ মিনিটে প্রচার হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুনর্জন্ম-২’। সন্ধ্যা ৬টায় অপু মাহফুজের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘বিশ^জুড়ে চ্যানেল আই’। সন্ধ্যা ৬:৩০ মিনিটে প্রচার হবে মাশরুর শাকিলের পরিচালনায় বার্তা বিভাগের বিশেষ অনুষ্ঠান ‘টেলিভিশন মিডিয়ার বিবর্তন : বোকাবাক্স থেকে মুঠোফোন’। রাত ৭:৩০ মিনিটে দেখানো হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘পুনর্জন্ম-৩’। রাত ১০টায় প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’র বিশেষ পর্ব। রাত ১১:৩০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রকৃতি ও জীবন-এর বিশেষ আয়োজন ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড’। এবারে থাকছে গুজরাটের লিটল র‌্যান অফ কাচ ও দুবাই-এর আল মারমুম ডেজার্ট কনজারভেশন রিজার্ভ এর জীববৈচিত্র ও পরিবেশ নিয়ে বিশেষ পর্ব। ২ অক্টোবর দুপুর ২:৩০ মিনিটে প্রচার হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘স¤্রাট’। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ^াস। রাত ১০টায় দেখানো হবে ২৫ বছরের সূচনায় রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘দোসর যে জন’। পরিচালনায় সোহেল রানা বিদ্যুৎ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews