সরকার পতনের জন্য সামনে আরও জোরালো কর্মসূচি আসছে বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেছেন, সরকার মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সর্বাত্মক দমন-পীড়ন চালিয়ে এবং রাস্তায় কিছু গাড়ি জ্বালিয়ে দিয়ে বিরোধী দলের আন্দোলন শেষ করে ফেলেছে। সামনে আন্দোলন আরও জোরদার হচ্ছে।
হরতালের পক্ষে আজ সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। সমাবেশের আগে এই মঞ্চের নেতা-কর্মীরা রাজধানীর পুরানা পল্টন, বিজয়নগর, সেগুনবাগিচা ও প্রেসক্লাব এলাকায় মিছিল করেন।