দৈনিক যায়যায়দিন পত্রিকার মালিকানা ফিরে পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। গতকাল মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসন কার্যালয় থেকে তাঁর নামে পত্রিকাটির ডিক্লারেশন দেওয়া হয়। এর আগে গত ১২ মার্চ সাঈদ হোসেন চৌধুরীর নামে থাকা পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করেন জেলা প্রশাসক তানভীর আহমেদ।
১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন) আইন অনুযায়ী প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের নামে ডিক্লারেশন দেওয়া হলো। প্রকাশনার নিয়ম লঙ্ঘনের কারণে পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছিল। শফিক রেহমানের দায়ের করা আবেদনে প্রকাশনার নিয়ম লঙ্ঘনের অভিযোগ করা হয়েছিল। ২০০৭ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের চাপে যায়যায়দিন পত্রিকা ছাড়তে বাধ্য হন শফিক রেহমান।