নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনা যা বলেন তাই করেন। পদ্মা সেতু করতে চেয়েছেন, করছেন। ’৭১ ও ’৭৫-এর ঘাতকদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারও হচ্ছে। আগামী ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরেই নির্বাচন হবে। শেখ হাসিনার নেতৃত্বে ডিসেম্বরে নির্বাচন হবে। কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন করেছি। বিএনপিকে দেখিয়ে দিয়েছি। প্রতিরোধ চেষ্টা করেও তারা ঠেকাতে পারেনি। আমরা বলেছিলাম, পাঁচ বছর ক্ষমতায় থাকব। পাঁচ বছর ক্ষমতা শেষে ডিসেম্বরেই নির্বাচন হবে। এখান থেকে আমরা একচুলও ছাড় দেবো না।
গতকাল বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত এক আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, অপর অংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, অধ্যাপক আনু মোহাম্মদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদাৎ হোসেন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
বিএনপিকে মাজাভাঙা দল উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, এবার একটু মাজা সোজা করে দাঁড়ান। সামনে ’৭০-এর মতো নির্র্বাচন হবে। সে নির্বাচনে জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়নে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করবে। নিজেদের ছোট ছোট ভুলের কথা স্বীকার করে বলেন। তবে আমরা কোনো বড় ভুল করিনি।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews