ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে ৬৫ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এই ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং ৩৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে রাতভর অনুসন্ধান চালিয়েছেন উদ্ধারকারীরা।
বৃহস্পতিবার (৩ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাদান ন্যাশনাল পেনকারিয়ান ড্যান পেরটোলংগান বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, কেএমপি তুনু প্রাতামা জায়া নামের ফেরিটি বুধবার গভীর রাতে পূর্ব জাভার বান্যুওয়াঙ্গি বন্দর ছেড়ে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর ডুবে যায়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু সদস্য এবং ১৪টি ট্রাকসহ মোট ২২টি যানবাহন ছিল।
কর্মকর্তাদের মতে, এখন পর্যন্ত ২৩ জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
পূর্ব জাভার বান্যুওয়াঙ্গি শহরের পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা উত্তাল সাগরে ভেসে থাকায় অনেকেই জ্ঞান হারিয়েছিলেন।
উল্লেখ্য, ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। ফেরি চলাচলই এখানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অন্যতম উপায়। তবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই ঘটে নৌ দুর্ঘটনা।