চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টুর্নামেন্টে প্রথম হারের মুখ দেখল পাকিস্তান। ২১০ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকার কাছে হার দেখলো ইউনুস খানের দল। আসরে টানা ৪ ম্যাচ জিতে আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। তবে লিগ পর্বের শেষ ম্যাচে প্রোটিয়া লিজেন্ডসদের কাছে হেরে অপরাজিত থাকা হল না শহীদ আফ্রিদিদের।

সোমবার নর্দাম্পটন কাউন্টি গ্রাউন্ডে মুখোমুখি হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে পাকিস্তান। তাদের হয়ে ৭ চার ও ৬ ছক্কায় ৩৬ বলে সর্বোচ্চ ৭২ রান করেন শারজিল খান। এছাড়া ৫ চার ও ৩ ছক্কা ২৬ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। ১০ বলে ৩ চার ও ১ ছক্কায় ১০ বলে ২০ রান করেন শহীদ আফ্রিদি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি করে উইকেট নেন ডেল স্টেইন, ভার্নন ফিল্যান্ডার, চার্ল ল্যাঙ্গাভেল্ট ও ইমরান তাহির।

২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে ফেলে দক্ষিণ আফ্রিকা। ১১ চার ও ৬ ছক্কায় ৫৭ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন সারেল এরউই। এছাড়া ৬ চার এবং ৫ ছক্কায়  ৪৭ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন জ্যাকস স্নাইম্যান।

বোলিংয়ে প্রোটিয়াদের চ্যালেঞ্জ জানাতে পারেনি পাকিস্তানের কোনো বোলার। একমাত্র উইকেটটি নেন সোহাইল খান। আগামী ১২ জুলাই সেমিফাইনালে মাঠে নামবে পাকিস্তান। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমদের ভরাডুবির মাঝে এই টুর্নামেন্টেই এখন আশা দেখাচ্ছে দেশটির সমর্থকদের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews