ভিকি কৌশল, বলিউডে পার করেছেন ১০ বছর। কাজ করছেন একের পর এক সিনেমায়। যেকোনও সিনেমায় অভিনয় করার আগে বা সিনেমা মুক্তি পেলে স্ত্রী ক্যাটরিনা কাইফের মতামত নিতে পছন্দ করেন এই অভিনেতা। নিজের অভিনয়ের ভালো-মন্দ দিক নিয়ে আলোচনা করেন তিনি। 

তবে, সম্প্রতি এই অভিনেতা জানিয়েছেন, ক্যাটরিনা খুব সততার সঙ্গে তার কাজের রিভিউ দিয়ে থাকেন। অনেকসময় সেটি ইতিবাচক হয়, আবার অনেক সময় হয় নেতিবাচক। স্ত্রীর যেকোনও মতামতকে তিনি গুরুত্বের সঙ্গে নেন। তবে ক্যাটরিনা তার সব ধরণের মতামতকে ইতিবাচকভাবে নিতে পারেন না। বিশেষকরে কাজের সমালোচনা।







ভিকি আরেক বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে কথোপথনের সময় এসব কথা জানান। তিনি বলেন, ‘ক্যাটরিনা সবসময় আমার কাজ সম্পর্কে সৎ মতামত দেন। আমার যেকোনও কাজের ব্যাপারে আমাকে তিনি খোলাখুলিভাবে প্রশংসা করেন আবার সমালোচনাও করেন। কিন্তু মাঝে মাঝে একটু সচেতনও থাকেন। কারণ, একটা কাজের পেছনে অনেক পরিশ্রম করতে হয়। ক্যাটরিনা এটা ভাবেন হয়তো, সমালোচনা করলেও অপরপক্ষের কাজের ব্যাপারে সংবেদনশীল হওয়া উচিত। তাই অনেকসময় তিনি নিজেকে সংযত রাখেন আমার কাজের সমালোচনা থেকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার কাজ নিয়ে সজাসুজি কথা বলেন তিনি যা আমি আসলে পছন্দ করি। একটি চলচ্চিত্র প্রদর্শনের পরে, এই ধরণের প্রতিক্রিয়া পাওয়া খুব  বিরল।’

ভিকির কথা শুনে এ সময় কারিনা জানান, তিনিও চান যে, তার স্বামী, অভিনেতা সাইফ আলী খানও এই ধরণের ইতিবাচক সমালোচনা করুক তার কাজের।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ





ভিকি এ সময় কারিনাকে অনেকটা থামিয়ে দিয়ে জানান, ক্যাটরিনাও চান আমি তার কাজের সমালোচনা করি।

তিনি বলেন, ‘কিন্তু এখানেও একটি কথা আছে। ক্যাটরিনা আমার সব সমালোচনা নিতে পারেন না। তাকে আগে কাজের বিষয়ে উৎসাহজনক কিছু বলে এরপর সমালোচনা করা যায়। তিনি কাজের সমালোচনা বেশি নিতে পারেন না।’

এদিকে ভিকির এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। একজন সাক্ষাৎকারটি শেয়ার করে লিখেছেন, ‘আপনি যা প্রকাশ করেন, আপনারও সেটি গ্রহণ করা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘হা হা, ক্যাটরিনা নেতিবাচক প্রতিক্রিয়া সম্পর্কে খুব সংবেদনশীল।’ অন্য একজন লিখেছেন, ‘সে বন্ধুদের গ্রুপের সেই ব্যক্তি যিনি অন্যকে রোস্ট করতে পারেন কিন্তু নিজে তা সহ্য করতে পারেন না এবং আপনি যদি তাদের সম্পর্কে কিছু বলেন তবে রেগে যান।’

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ





বলা প্রয়োজন, ভিকি কৌশলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ব্লকবাস্টার ‘ছাভা’। অন্যদিকে ক্যাটরিনা কাইফকে শেষবার দেখা গেছে ২০২৪ সালে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় বিজয় সেতুপতির সঙ্গে।

সূত্র: এনডিটিভি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews