ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাতারিনা অঙ্গরাজ্যে ভয়াবহ হট এয়ার বেলুন দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে আটলান্টিক উপকূলবর্তী প্রাইয়া গ্রান্ডে শহরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

সান্তা ক্যাতারিনার সামরিক ফায়ার ব্রিগেড জানায়, ২১ জন যাত্রী নিয়ে উড়ন্ত পর্যটন বেলুনটিতে হঠাৎ আগুন ধরে যায় এবং সেটি দ্রুত ভূপাতিত হয়। দুর্ঘটনার সময় বেলুনটি উচ্চতা থেকে ধীরে ধীরে নিচে নামছিল, তখনই আগুন ছড়িয়ে পড়ে।

ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম জি১ প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশে দাউদাউ করে জ্বলছে বেলুনটি, চারদিকে ধোঁয়ার কুন্ডলি ছড়িয়ে পড়ছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সান্তা ক্যাতারিনার গভর্নর জর্জিনিয়ো মেলো এক ভিডিও বার্তায় বলেন, 'এটি একটি বড় ধরনের দুর্ঘটনা। আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়, তবে আমাদের অগ্রাধিকার এখন উদ্ধার ও সহায়তা কার্যক্রম।' তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে জরুরি সহায়তা পাঠাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাইয়া গ্রান্ডে শহরটি হট এয়ার বেলুন ভ্রমণের জন্য পরিচিত একটি পর্যটন কেন্দ্র। বিশেষ করে জুন মাসে সেন্ট জনসহ ক্যাথলিক সাধুদের উৎসব ঘিরে অঞ্চলটিতে বেলুন ভ্রমণের জনপ্রিয়তা বাড়ে।

জি১-এর তথ্য অনুযায়ী, গত সপ্তাহেও সাও পাওলো রাজ্যে একটি হট এয়ার বেলুন দুর্ঘটনায় ২৭ বছর বয়সী এক নারী নিহত এবং আরও ১১ জন আহত হন।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews