ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী প্রথম চলচ্চিত্র ‘বিশ্ব সুন্দরী’র ফার্স্ট লুক প্রকাশ হয়েছে শুক্রবার। ৬ ডিসেম্বর ছবিটি দেশজুড়ে মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন নির্মাতা। এবার এলো ফার্স্টলুক।

‘বিশ্ব সুন্দরী’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম ও পরীমনি। ফার্স্টলুকে দেখা যাচ্ছে, আনমনে দাঁড়িয়ে আছেন সিয়াম। তার পিছনে পরীমনি দাঁড়িয়ে আছেন উল্টোদিকে। সামনে আয়নায় দেখা যাচ্ছে পরীমনির দুঃখভরা মুখ! সিয়াম-পরী দুজন বিপরীতমুখী হয়ে দাঁড়ালেও তাদের চোখ মুখ বলে দিচ্ছে অন্যকিছু!

নির্মাতা চয়নিকা চৌধুরী বলছেন: সবকিছু পরিস্কার হবে ‘বিশ্ব সুন্দরী’ মুক্তির পর। তার আগে থাকছে আরও বিভিন্ন চমক।

গত এপ্রিলে মহরত হয় বিশ্ব সুন্দরীর। শুটিং শুরু হয় জুনে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

সিয়াম-পরী ছাড়া এতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা,দীপা খন্দকার, মনিরা মিঠু, সীমান্ত প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews