জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি রেজয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে ক্যাম্পাসে সকল ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।’

একইসঙ্গে দ্রুত গ্রহণযোগ্য, মেধাবী, সৃজনশীল ও মানবিক নেতৃত্ব উপহার দেওয়া হবে বলেও জানান হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এতে তরিকুল ইসলামকে সভাপতি ও শেখ জয়নুল আবেদীন রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়।

কিন্তু, কমিটি গঠনের পর থেকেই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে এর নেতা-কর্মীরা। ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও ক্যাম্পাসের বাইরে টেন্ডারবাজি, চাঁদাবাজির বেশ কিছু অভিযোগ উঠে আসে তাদের বিরুদ্ধে। এরই ওপর ভিত্তি করে গত বছরের ৩ এপ্রিল নগর ভবনে টেন্ডার নিয়ে মারামারির ঘটনায় কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ, পরে সেদিন সন্ধ্যার দিকে এ আদেশ প্রত্যাহারও করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এরপর বেশ কিছু বিশৃঙ্খলা থাকলেও চলতি মাসে ফের উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। এতে দফায় দফায় সংঘর্ষে শতাধিক ছাত্রলীগ নেতা, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী আহত হন। এর পরিপ্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি পুনরায় কমিটি স্থগিত ও তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরইমধ্যে গতকাল ১৮ ফেব্রুয়ারি আবার সংঘর্ষে লিপ্ত হয় দু'পক্ষ। এতে সাংবাদিক সাধারণ শিক্ষার্থীসহ আহত হন অন্তত ৫০।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews