সদ্যই চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে পিএসজি। এখনো যার রেশ কাটেনি। সেই ধারাবাহিকতায় এবার তারা উড়িয়ে দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিককে। ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচেই পেয়েছে বড় জয়।
ক্যালিফোর্নিয়ার রোজ বোলে রোববার হাইভোল্টেজ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে দেয় ফরাসি জায়ান্টরা। জালে বল পাঠান ফাবিয়ান রুইজ, ভিতিনিয়া, সেনি মায়ুলু ও লি কাং-ইন।
পুরোনো ও নতুন সংস্করণ মিলিয়ে প্রতিযোগিতাটিতে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছে এই দুই ক্লাব। অ্যাথলেটিকো নিজেদের মেলে ধরতে না পারলেও পিএসজি ছিল অনবদ্য।
দলের সেরা তারকা উসমান দেম্বেলের অনুপস্থিতি সত্ত্বেও প্রায় ৭৫ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে পিএসজি। অন্যদিকে আথলেটিকোর মাত্র একটি শট ছিল লক্ষ্যে।
১৯তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। খাভিচা কাভারাৎসখেলিয়ার ব্যাকপাস পেয়ে দলকে এগিয়ে নেন ভাগরুইস। প্রথমার্ধের বাড়ানো সময়ে দ্বিতীয় গোলটি করেন ভিতিনিয়া।
একের পর এক আক্রমণ সামলানোর মাঝেই বড় ধাক্কা খায় অ্যাথলেটিকো। ম্যাচের ৭৮তম মিনিটে রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন লংলেট।
সুযোগ কাজে লাগায় পিএসজি। ৮৭ মিনিটে তুলে নেয় তৃতীয় গোল। গোল করেন সেনি মায়ুলু। আর যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কাং-ইন।