বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সোমবার (১৬ জুন) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আনোয়ার হোসেন নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অংশে সভাপতিত্ব করেন বিদায়ী প্রশাসক আনোয়ার হোসেন। দ্বিতীয় পর্বে সভাপতির দায়িত্ব পালন করেন নতুন সভাপতি মাহমুদ হাসান খান।

অনুষ্ঠানে বিজিএমইএ’র সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, ফারুক হাসান, ড. রুবানা হক, এস এম ফজলুল হক, কাজী মনিরুজ্জামান ও আনিসুর রহমান সিনহা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনের বর্তমান ও সাবেক নেতারাসহ সাধারণ সদস্যরা অংশ নেন।

নতুন পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: ইনামুল হক খান (বাবলু) , প্রথম সহ-সভাপতি: সেলিম রহমান, সহ-সভাপতি: মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ): মিজানুর রহমান, সহসভাপতি: ভিদিয়া অমৃত খান, সহসভাপতি: মো. শিহাব উদ্দোজা চৌধুরী, সহসভাপতি: মোহাম্মদ রফিক চৌধুরী।

ঢাকা অঞ্চল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন— শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মো. হাসিব উদ্দিন, মো. আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, জোয়ারদার মো. হোসনে কমার আলম, এবিএম সামছুদ্দিন, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, ফারুক হাসান, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল এবং সামিহা আজিম।

চট্টগ্রাম অঞ্চল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন— এমডি এম. মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, এস এম আবু তৈয়ব এবং রাকিবুল আলম চৌধুরী।

অনুষ্ঠানের শেষ অংশে সম্মিলিত পরিষদের পক্ষে সভাপতি কাজী মনিরুজ্জামান, সেক্রেটারি ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম নতুন পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা জানান। অপরদিকে, ঐক্য পরিষদের পক্ষে রোমো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন (সিআইপি) নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।

এ ছাড়া বিকেএমইএ’র পক্ষে নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং নন-বন্ডেড এসএমই উদ্যোক্তাদের পক্ষে আরএল অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রোকনুজ্জামান নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews