ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এ বছর সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিনের ইমামতিতে এ জামাত অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়ার কারণে যদি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করা না গেলে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম মসজিদে এ জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদে সকাল ৭টা থেকে শুরু করে পৌনে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ঈদের পাঁচটি জামাত। এ বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) জামাতের মধ্য দিয়ে শুরু হবে ঈদের নামাজ আদায়। এখানেই সকাল পৌনে ৭টায় আদায় হবে ঈদের প্রথম জামাত। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বুয়েট মাসজিদে সকাল ৭টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। রাজধানীর কোথায় কখন ঈদের জামাত অনুষ্ঠিত হবে তার সময়সূচি দেওয়া হলো :

খিলক্ষেত কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ৭টা ও ৭টা ৪৫ মিনিটে দুইটি জামাত অনুষ্ঠিত হবে। গুলশান আজাদ মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টা, উত্তরা ৩ নম্বর সেক্টর মসজিদ আল মাগফেরাতে সকাল ৭টা ও ৮টা, হাজারীবাগ পার্ক মাঠে সকাল ৭টা ও ৮টা, কাঁটাবনে মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টা, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব মরিয়ম বিবি শাহী মসজিদে সকাল ৭টা ও ৮টা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া জামাত সকাল ৮টা ও ৯টা, মানিকনগর পুকুরপাড় জামে মসজিদে জামাত সকাল ৭টা ও ৮টা।

সায়েদাবাদ আরজুশাহ্ পাক দরবার শরিফ বড় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায়। আরামবাগের বাবেরহমত দেওয়ানবাগ শরিফে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় ও তৃতীয় জামাত সকাল ১০টায়। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায়। এ ছাড়া মহাখালীর গাউছুল আযম বড়পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.) কমপ্লেক্সে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় চারটি জামাত অনুষ্ঠিত হবে। ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৩ ওয়ার্ডের প্রতিটিতে চারটি করে ৩৭২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সকাল ৭টায় বায়তুল মোকাররম, খিলক্ষেত কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, দারুস সালাম মীরাবাড়ি (মাদবর বাড়ি) জামে মসজিদ ও লক্ষ্মীবাজার মিয়া সাহেব খানকাহ দরবার শরিফ মসজিদ। সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, কারওয়ান বাজার আম্বরশাহ জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, মোহাম্মদপুর জহুরি মহল্লা মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার মসজিদ, কলাবাগান বশিরউদ্দিন রোড জামে মসজিদ, মিরপুর ১২ ডি ব্লক ঈদগাহ, মিরপুর ১২ এ ব্লক হারুন মোল্লা ঈদগাহ, মিরপুর ৬ কেন্দ্রীয় জামে মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদ, নয়াপল্টন জামে মসজিদ, পুরান ঢাকার হাটখোলা ফকির বানু আল ফালাহ মসজিদ।

সকাল ৭টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর লালমাটিয়া ব্লক জি বায়তুল হারাম জামে মসজিদ, মাতুয়াইল দরবারে মোজাদ্দেদিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঠ। সকাল ৮টায় জাতীয় ঈদগাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, ধানমণ্ডি ঈদগাহ, দেওয়ানবাগ শরীফ, ফার্মগেট বায়তুশ শরফ মসজিদ, রূপগঞ্জ পূর্বগ্রাম ঈদগাহ মাঠ, ঢাকা রেলওয়ে স্টেশন প্লাটফর্ম, মগবাজার বিটিসিএল কলোনি জামে মসজিদ, সরকারি মাদ্রাসা-ই-আলীয়া, সায়দাবাদ আরজু শাহ পাক দরবার শরিফ জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রধান ফটকসংলগ্ন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল লন, লক্ষ্মীবাজারের নুরানি জামে মসজিদে, নারিন্দার মশুরীখোলা শাহ্ সাহেব বাড়ি জামে মসজিদ। এ ছাড়া সকাল ৯টায় গুলশান সেন্ট্রাল মসজিদ, সায়দাবাদ আরজশাহ পাক দরবার শরিফ বড় জামে মসজিদ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews