জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, গ্রহটি সুপার-আর্থ। পৃথিবীর দশ গুণ ভারি। সূর্যকে প্রদক্ষিণ করছে ৩ হাজার ৭৫০ কোটি কিলোমিটার দূরত্বে। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর প্রায় ২৫০ গুণ দূরত্বে রয়েছে গ্রহটি। তবে বিজ্ঞানীদের মতে, নবম গ্রহের সূর্য প্রদক্ষিণ করতে লাগে ২০ হাজার বছর।

গবেষণা বলছে, এখনও পর্যন্ত নবম গ্রহ দাঁড়িয়ে আছে ‘সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স’ বা পরোক্ষ প্রমাণের ওপর। দুরবিনে দেখা গেলে তার প্রত্যক্ষ প্রমাণও মিলবে। এত দূরে গ্রহটির অবস্থান যে, তা থেকে সূর্যের প্রতিফলিত আলো পৃথিবীর দুরবিনে ধরা কঠিন।

বিজ্ঞানীরা বলছেন, নবম গ্রহ দেখা মানে পৃথিবীতে বসে চাঁদে একটা লাইট বাল্ব খুঁজে পাওয়া। তবে কোথায় সেই গ্রহ থাকতে পারে তা গণনা করা হচ্ছে। খোঁজার কাজ এতে ত্বরান্বিত হবে আশা করা যায়।

বিজ্ঞানীরা আশা করছেন, ভূপৃষ্ঠে বসানো বা মহাশূন্যে পাঠানো দুরবিনগুলোর কোনোটা থেকে নিশ্চয়ই শিগগির দেখা যাবে নবম গ্রহ।

নবম গ্রহের সন্ধানে উপগ্রহ পাঠানোর কথাও ভাবছেন বিজ্ঞানীরা।

এ মত সমর্থন করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী গ্রেগ লঘলিন। তিনি বলেছেন, নক্ষত্ররা অনেক দূরে। ওখানে তো যাওয়া যাবে না। তবে সূর্যের দূরতম এ গ্রহ অভিযানে যাওয়ার চিন্তা করাই যায়।

আগামীতে মহাবিশ্বে কি ঘটতে পারে তার তালিকা পেশ করেছে বিজ্ঞানের সবচেয়ে বড় দুই মুখপত্র ‘নেচার’ এবং ‘সায়েন্স’।দুই পত্রিকাই জানাচ্ছে, এ বছর হয়তো নিশ্চিত খবর মিলবে সৌরমণ্ডলের নবম গ্রহের।জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, গ্রহটি সুপার-আর্থ। পৃথিবীর দশ গুণ ভারি। সূর্যকে প্রদক্ষিণ করছে ৩ হাজার ৭৫০ কোটি কিলোমিটার দূরত্বে। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর প্রায় ২৫০ গুণ দূরত্বে রয়েছে গ্রহটি। তবে বিজ্ঞানীদের মতে, নবম গ্রহের সূর্য প্রদক্ষিণ করতে লাগে ২০ হাজার বছর।গবেষণা বলছে, এখনও পর্যন্ত নবম গ্রহ দাঁড়িয়ে আছে ‘সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স’ বা পরোক্ষ প্রমাণের ওপর। দুরবিনে দেখা গেলে তার প্রত্যক্ষ প্রমাণও মিলবে। এত দূরে গ্রহটির অবস্থান যে, তা থেকে সূর্যের প্রতিফলিত আলো পৃথিবীর দুরবিনে ধরা কঠিন।বিজ্ঞানীরা বলছেন, নবম গ্রহ দেখা মানে পৃথিবীতে বসে চাঁদে একটা লাইট বাল্ব খুঁজে পাওয়া। তবে কোথায় সেই গ্রহ থাকতে পারে তা গণনা করা হচ্ছে। খোঁজার কাজ এতে ত্বরান্বিত হবে আশা করা যায়।বিজ্ঞানীরা আশা করছেন, ভূপৃষ্ঠে বসানো বা মহাশূন্যে পাঠানো দুরবিনগুলোর কোনোটা থেকে নিশ্চয়ই শিগগির দেখা যাবে নবম গ্রহ।নবম গ্রহের সন্ধানে উপগ্রহ পাঠানোর কথাও ভাবছেন বিজ্ঞানীরা।এ মত সমর্থন করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী গ্রেগ লঘলিন। তিনি বলেছেন, নক্ষত্ররা অনেক দূরে। ওখানে তো যাওয়া যাবে না। তবে সূর্যের দূরতম এ গ্রহ অভিযানে যাওয়ার চিন্তা করাই যায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews