বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরো বাড়ার আশঙ্কা

১৬ অক্টোবর, ২০১৮ ইং

ইত্তেফাক রিপোর্ট

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছেই। এ দাম আরো বাড়তে পারে বলে আভাস দিয়েছে লন্ডনভিত্তিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান আইএইচএস মার্কিট। সংস্থাটি বলছে, বছরের শেষ প্রান্তিকে গড়ে প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুডের দাম বেড়ে ৯০ ডলারের উপরে উঠে যেতে পারে। এখন প্রতি ব্যারেল ক্রুডের দাম ৮৬ ডলারের কিছু বেশি। বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পূর্বাভাস দিয়েছিল ডিসেম্বর নাগাদ দাম ৮০ ডলারে উঠবে। কিন্তু গত সেপ্টেম্বরেই ৮০ ডলার ছাড়িয়ে যায়। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রবণতা বাংলাদেশের জন্য দুশ্চিন্তার বাড়াচ্ছে। কারণ, দেশের জ্বালানি তেলের প্রায় পুরোটাই আমদানী নির্ভর। এজন্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে আমদানি খরচ আরো বেড়ে যাবে। এতে  বাড়ায় স্বাভাবিকভাবে আমদানি খরচও বাড়বে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews