কোনো বিষয়ে মন্তব্য করলেই বিতর্কে জড়িয়ে যান স্বরা ভাস্কর। আরো একবার পুনরাবৃত্তি হলো সেই ঘটনার। গাজাসহ ফিলিস্তিনের জন্য একটি মিছিলের প্রচার করে বিপাকে পড়লেন অভিনেত্রী।

সোমবার (১৬ জুন) এমনই সংবাদ প্রচার করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজা ও সমগ্র ফিলিস্তিনের সংহতির জন্য মুম্বাইয়ের আজাদ ময়দানে একটি সভার আয়োজন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সভার হয়ে প্রচার করেছেন স্বরা ভাস্কর।

সভার পোস্টার শেয়ার করে সকলকে উপস্থিত থাকার বার্তা দিয়েছেন তিনি। অভিনেত্রী লিখেছেন, ‘মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।’ তারপরই তার দিকে ধেয়ে এসেছে হিন্দুত্ববাদীদের কটাক্ষ।

এক নিন্দুক স্বরাকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন, ‘পেহেলগাম, বাংলাদেশী হিন্দু, সিরিয়া ও সুদানের খ্রিস্টান, পাকিস্তানের হিন্দু— তাদের সকলকে ছেড়ে ইনি চিন্তায় পড়েছেন ফিলিস্তিনের নিয়ে। মুসলিমদের প্রতি যদি এত ভালবাসা থেকেই থাকে, তা হলে বালোচ মুসলিমদের জন্যও একটু সরব হন। কিন্তু সেটাই বা কিভাবে করবেন? তা হলে তো রাজনীতিগত দিক থেকে পাকিস্তানের বিরোধিতা করতে হবে!’

আর এক নিন্দুকের প্রশ্ন, ‘পেহেলগাম কাণ্ডের সময়ে তো এত কিছু করেননি। সেখানে নিহতদের জন্য তো কখনো মুম্বাইবাসীদের ডাক দেননি!’

আর একজনের কথায়, ‘আপনি ফিলিস্তিনে গিয়ে লড়াইটা করুন। এখানে বসে সভা করে কিছু হবে না।’

তবে এর পাশাপাশি আবার অনেকেই অভিনেত্রীকে সমর্থনও জানিয়েছেন। তার এই সাহসিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন তারা।

মুম্বায়ের আজাদ ময়দানে এই সভার আয়োজন করেছে সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টিসহ আরো বেশ কয়েকটি দল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews