ঢাকা টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হলো ২১৮ রানে পিছিয়ে থেকে। ফলো অনের শঙ্কায় থেকে শেষ বেলায় আউট হলো তারা। প্রতিপক্ষকে ফলো অনে আবার ব্যাট করতে পাঠাবে কিনা বাংলাদেশ জানায়নি সেই সিদ্ধান্ত। এমনকি সংবাদ সম্মেলনে প্রতিনিধি হয়ে আসা তাইজুল ইসলামের মুখ অনেক জোরাজুরি করেও খোলা গেল না এই বিষয়ে।

তেন্দাই চাতারা ইনজুরিতে ব্যাট না করায় জিম্বাবুয়ে দশম ব্যাটসম্যান হারাতেই ইনিংস শেষ হয়। তাদের প্রথম ইনিংস ছিল ৩০৪ রানের। দিনের শেষ হওয়ায় আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে ফলো অনের শঙ্কায় থাকা জিম্বাবুয়েকে আবার ব্যাট করতে পাঠাবে কিনা বাংলাদেশ, সেটা নিয়ে থেকে গেল রহস্য। শুধু জিম্বাবুয়ে নয়, এই নিয়ে কৌতূহল থেকে গেল দেশের ক্রিকেট ভক্তদের মনেও। যা পরিস্কার হলো না তাইজুলের সংবাদ সম্মেলনে।

৫ উইকেট নেওয়া এই স্পিনার নিজের রেকর্ড ও দলের অবস্থান নিয়েই বেশি কথা বললেন। কৌশলে প্রশ্ন করেও পাওয়া গেল না ফলো অনের ব্যাপারে কোনও সদুত্তর। তাইজুল একবাক্যে জানিয়ে দিলেন তার জানা নেই এ ব্যাপারে, ‘আমরা তাদের ফলো অনে আবার ব্যাটিংয়ে পাঠাব নাকি আমরা ব্যাট করতে নামব, সেটা নিয়ে কোনও কথা হয়নি। চতুর্থ দিন আমাদের পরিকল্পনা কী সেটা নিয়ে কিছু জানায়নি কেউ।’

তাইজুলের এই বক্তব্য হয়তো জিম্বাবুয়ের রাতটা রহস্যের মধ্যে রেখে দেবে। একই সঙ্গে দেশের ভক্তদেরও আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে মাহমুদউল্লাহদের মনে লুকিয়ে রাখা সিদ্ধান্ত।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews