১৬ মাস পর জাতীয় দলে ফেরাটাকে সোনালি অক্ষরে লিখে রাখতে পারতেন শারমিন আক্তার সুপ্তা। মাত্র চারটি রান করলেই বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে সেরা কামব্যাকের গল্পটা লিখতেন ২৮ বছরের শারমিন। কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় ডানহাতি ব্যাটারের দেশের সেরা কামব্যাকটা হয়নি। তার পরও যে কোনো ক্রিকেটারের চেয়ে শারমিনের ফেরার গল্পটা অনেক বেশি স্মরণীয়। ম্যাচে দারুণ ব্যাটিং করে আউট হয়েছেন ব্যক্তিগত ৯৬ রানে। খেলতে পারেননি ক্যারিয়ারের প্রথম তিন অঙ্কের জাদুকরি ইনিংস। নাম লিখতে পারেননি ওপেনার ফারজানা হক পিংকির পাশে। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি করেছেন ফারজানা। সেঞ্চুরির ইনিংস খেলতে না পারলেও শারমিন ম্যাচ সেরা হয়েছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতেছে নিগার সুলতানা, শারমিন, মারুফা আক্তার, ফারজানা, নাহিদা আক্তারদের বাংলাদেশ্ব। ৫০ ওভারে ৪ উইকেটে ২৫২ রান তুলে বাংলাদেশ্ব নারী ক্রিকেট দল ১৫৪ রানের রেকর্ড জয় পেয়েছে। গড়েছে যে কোনো দলের বিরুদ্ধে দলগত সর্বোচ্চ রানের স্কোর। এত সব রেকর্ডের ম্যাচ জয়ের পরও সেঞ্চুরি করতে না পারার আফসোস রয়েই যাবে ১৩ বছরের ক্যারিয়ারে ২৬ ওয়ানডে খেলা শারমিনের। শুধু সেঞ্চুরি করতে না পারার আফসোস নয়, ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে বাঁ পায়ে মাসল পুল করে। এরপর মাঠের বাইরে চলে আসেন। ফিল্ডিং করেননি। ম্যাচ শেষে মিডিয়ারও মুখোমুখি হননি। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শারমিন খেলবেন কি না, এখনো শ্বতভাগ নিশ্চিত নয়। যদি নিগার বাহিনী জিতে যায় আজ, তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ্ব। ২ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে তখন আনুষ্ঠানিকতায় পরিণত হবে। বাংলাদেশ্ব আজই সিরিজ নিশ্চিত করতে চায়, গতকাল মিডিয়ার মুখোমুখিতে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘প্রথম ম্যাচ সহজেই জিতেছি।

 তার পরও আয়ারল্যান্ডকে হালকা মেজাজে নেওয়ার কোনো কারণ নেই। আমরা জয়ের জন্য খেলব। সব ম্যাচই জিততে চাই।’ আইরিশ্ব নারী দলের বিরুদ্ধে এখন পর্যন্ত ৭ ওয়ানডে খেলে ৪টি জিতেছে বাংলাদেশ্ব। হেরেছে মাত্র একটি এবং দুটির ফল হয়নি।

সিরিজ শুরুর আগে আকাশ্বসমান চাপ করেছে নিগার বাহিনীর ওপর। ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতের মাটিতে ৮ দলের ওয়ানডে বিশ্বকাপ খেলতে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিরুদ্ধে টানা ৬টি ম্যাচ জিততে হতো নিগারদের। এমন চাপের সমীকরণের প্রথম ম্যাচটি ১৫৬ রানের রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ্ব। আইরিশ্ব নারীদের সিরিজের বিরুদ্ধে সব ম্যাচ জিতে ক্যারিবীয় নারী দলের দিকে তাকিয়ে থাকবেন নিগাররা। প্রথম ওয়ানডেতে রেকর্ড জয়ের আগের রেকর্ড ছিল ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৯ রানে। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে ৫০ ওভারে ৪ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ্ব। যা দেশের নারী ক্রিকেট ইতিহাসে দলগত সর্বোচ্চ স্কোর। আগের রেকর্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ ওভারে ৩ উইকেটে ২৫০ রান। প্রথম ওয়ানডেতে ম্যাচসেরা শারমিন ৯৬ রান করেন ৮৯ বলে ১৪ চারে। যা দেশের যে কোনো নারী ক্রিকেটারের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ৪ হাঁকানো ইনিংস। আগের রেকর্ড ছিল মুরশিদা খাতুনের, ১১টি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews