বিবিসি বাংলা: সরকার আপনাদের জানাবে যে এই সময়ের মধ্যে ভোট হতে পারে। সেটা কি এখনো জানায়নি?
নাসির উদ্দীন: আপনি যেমন জানেন, আমিও তেমনি জানি যে, আইদার ফেব্রুয়ারি, মানে রমজান মাসের আগে অথবা এপ্রিলে। যেটা সব সময় উনি (প্রধান উপদেষ্টা) বলে আসছেন। সেটাই জানি, যেটা আপনি জানেন, দেশবাসী জানে, ওনার বক্তব্য থেকে। সেটা আমিও জানি।
বিবিসি বাংলা: সরকার থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা প্রস্তুত হতে বলেছে। সরকার আপনাদের কিছু বলেনি যে কবে নির্বাচন হতে পারে বা কোন সময়ের মধ্যে ভোট হতে পারে?
নাসির উদ্দীন: না সে রকম বলেনি। আমরা ধরে নিচ্ছি, ইট ইজ আওয়ার অ্যাজাম্পশন (আমাদের ধারণা) যে বর্তমানে যে টাইম ফ্রেম বলা হচ্ছে, আইদার আর্লি ফেব্রুয়ারি বিফোর রমাদান, অর ইট মে বি সাম টাইম ইন দ্য ফার্স্ট হাফ অব এপ্রিল। এপ্রিলের প্রথম দিকে হতে পারে।
আমরা প্রথম থেকেই ডিসেম্বরকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছিলাম। কারণ, তখন তিনি ডিসেম্বর টু জুন বলেছিলেন। এ জন্য আমরা ডিসেম্বরকে টার্গেট করে—ফ্রম ডে ওয়ান উই স্টার্টেড প্রিপেয়ারিং আওয়ারসেলভ।