ব্রিটিশ আইনজীবী লর্ড অ্যালেক্স কারলাইলকে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত করে আবারও মন্তব্য দেয়া হলে ‘আইনি ব্যবস্থা’ নেবেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানান খালেদা জিয়ার আইনি পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া এই ব্রিটিশ আইনজীবী। কারলাইল বলেন, আমি জামায়াতের একজন আইনজীবী ও লবিস্ট হিসেবে কাজ করছি বলে যে অভিযোগ করা হচ্ছে, তা অসত্য এবং মামলা হবার মতো একটি বিষয়। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা হলে ‘আইনি ব্যবস্থা’ নেয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তিনি জানান, খলেদা জিয়ার আইনজীবী দলের সঙ্গে আমার যোগাযোগ পেশাগত জায়গা থেকে। আর হাউস অব লর্ডসে আমার সদস্যপদের সঙ্গে তাকে আইনি পরামর্শ দেয়ার বিষয়টি কোনোভাবেই সাংঘর্ষিক নয়। তিনি আরও জানান, বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় একজন আন্তর্জাতিক আইনজীবী হিসেবে আমি আমার মতামত সেখানে দিয়েছি। উল্লেখ্য, গত বুধবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, একাত্তরের ঘাতকের লবিস্ট ছিল যে, সেই আইনজীবীকে ঢাকায় আনছে খালেদা জিয়ার দল। তার মানে হলো, এখনও খালেদা জিয়া জামায়াতকে ছাড়েনি, একাত্তরের ঘাতকদের ছাড়েনি। কে/পি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews