দিন দুয়েক পর থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি। নতুন নামের পুরনো এই লড়াইয়ে দু’দল মুখোমুখি হবে পাঁচটি টেস্ট ম্যাচে।
লিডসের মাঠে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২০ জুন) মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। তবে আগেভাগেই সেই ম্যাচের একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিকেরা।
বুধবার (১৮ জুন) সেরা এগারোর তালিকা প্রকাশ করে ইংল্যান্ড।
ইংল্যান্ডের প্রথম টেস্টের দলে তেমন কোনো চমক নেই। হেডিংলেতে ইনিংস শুরু করবেন নিয়মিত ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। আর তিনে জায়গা করে নিয়েছে ওলে পোপ।
ওলে পোপকে অবশ্য একাদশে আসতে লড়াই করতে হয়েছে জ্যাকব বেথেলের সাথে। তবে চার নম্বরে জো রুটের বিকল্প নেই। পাঁচ নম্বরে থাকছেন হ্যারি ব্রুক আর ছ’নম্বরে নামবেন অধিনায়ক স্টোকস।
সাত নম্বরে দেখা যাবে উইকেটরক্ষক জেমি স্মিথকে। মূলত, এই সাত ব্যাটার নিয়েই একাদশ সাজিয়েছে ইংলিশরা। তবে বোলিংয়ে থাকা ক্রিস ওকস ও বাইডন ক্রিজও ভালো ব্যাট করতে জানেন।
স্পেশালিস্ট বোলারদের মাঝে আছেন অফস্পিনার শোয়েব বসির ও পেসার জস টং।
চোটের জন্য মার্ক উড, গ্যাস অ্যাকটিনসন, জফরা আর্চারের মতো বোলারদের পাচ্ছে না ইংল্যান্ড। তাদের অনুপস্থিতিতে বোলিংয়ে খানিকটা পিছিয়ে থ্রি লায়ন্সরা।
ইংল্যান্ড একাদশ জানিয়ে দিলেও ভারতীয় দল আছে দ্বিধায়। রোহিত শর্মা, বিরাট কোহলিদের অবসরের পর শুভমান গিলা অধীনে নতুন আদলের ভারত টেস্ট দল কেমন হবে, তা নিয়েই আছে নানা কথা।
ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলে পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জস টং, শোয়েব বসির।