ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসার আনন্দের রেশ কাটতে না-কাটতেই শোনা গেল আরেকটি সুখবর। ইংল্যান্ডের আগে আগামী মাসে বাংলাদেশ দলের সঙ্গে তিন ওয়ানডের সিরিজ খেলতে আসতে পারে আফগানিস্তান ক্রিকেট দল।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার আজিজ ঘারওয়াল এ নিয়ে ক্রিকইনফোকে বলেন, `আগামী মাসে একটি সিরিজ খেলার ব্যাপারে আমরা বিসিবির সঙ্গে আলোচনা করছি। তবে দুই বোর্ডের মধ্যে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি।`

আজিজ ঘারওয়াল আরও বলেন, সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। আর চূড়ান্ত হলে দ্রুতই ওয়েবসাইটে সেটা জানিয়ে দেওয়া হবে।

যদি আফগানিস্তান সিরিজ চূড়ান্ত হয় তাহলে ২০১৫ সালের নভেম্বরের পর এটাই হবে বাংলাদেশের প্রথম ওয়ানডে। চলতি বছর তারা শুধু টি-টোয়েন্টিই খেলেছে, যার সর্বশেষটি ছিল গত মার্চ মাসে।

উল্লেখ্য, ওয়ানডেতে এর আগে দুবার মুখোমুখি হয়ে দুই দলই জয় পেয়েছে একটি করে। বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ।

এমআর/এবিএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews